#BUSINESS ANALYSIS BY MEHDI MAHBUB: কী অবস্থা দেশের অর্থনীতির?

ডলারের দাম, চাহিদা অনুযায়ী সরবরাহেও ঘটতি। রেমিট্যান্সও আসছে কম। আমদানির এলসি খুলতে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি দুশ্চিন্তা তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হরতাল-অবরোধ। তবে এর মধ্যেও অর্থনীতির অন্যতম সূচক সরকারের রাজস্ব আহরণ বেড়েছে। জনশক্তি রফতানিতে বড় ধরনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতিও কিছুটা কমে এসেছে। অর্থনীতি নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। #news #bd #business #businessnewstoday #BusinessMirror #dollar

More from the same show

Leave a reply

Please enter your comment!
Please enter your name here