বাংলাদেশে কার্ডিয়াক স্টেন্ট (হার্টের রিং)-এর দাম আবারো বাড়তে পারে। এতে জীবনদায়ী এই চিকিৎসা উপকরণের ওপর নির্ভরশীল হৃদরোগীদের চিকিৎসা খরচ আরো বাড়বে। ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) বর্তমানে কার্ডিয়াক স্টেন্ট এর যে দাম নির্ধারণ করে দিয়েছে, তাতে সন্তুষ্ট নন ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা। দাম নির্ধারণ করে দেওয়ার পর এক মাসের বেশি সময় ধরে হাসপাতালগুলোতে স্টেন্ট ব্যবহার না করতে চিঠি দিয়েছেন তারা। #businessmirror #health #cardiacstents #highlights #analysis #businessnews #bangladesh