ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে বা নিজের কাছে রাখার প্রবণতা আবার শুরু হয়েছে। গত বছরের নভেম্বর মাসে এই প্রবণতা দেখা গেছে। ওই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৯৮ কোটি টাকা। এর আগে গত বছরের জুন মাসে হঠাৎ করে ব্যাংক ব্যবস্থার বাইরে টাকার পরিমাণ বেড়েছিল ৩৬ হাজার ৮৪ কোটি টাকা। #business #bd #bangladesh #news #businessmirror #bangladeshbank #nationalbank #banking #highlights #analysis #bank