স্কয়ার ফার্মার তিন পরিচালক কিনলেন ৩০ লাখ শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির তিন পরিচালক মোট ৩০ লাখ শেয়ার কিনেছেন। তারা হলেন স্যামুয়েল এস চৌধুরী, রত্না পাত্র ও তপন চৌধুরী। তারা প্রত্যেকে ১০ লাখ করে শেয়ার কিনেছেন।স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, স্কয়ার ফার্মার পরিচালক রত্না পাত্র ও তপন চৌধুরী গত ৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ১০ লাখ করে শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। আরেক পরিচালক স্যামুয়েল এস চৌধুরী গত ৫ ডিসেম্বর একই পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দেন। স্কয়ার ফার্মার ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ২ হাজার ১৬১ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫৬৪ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫০০ কোটি ৫৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৭৯ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৮১৭ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সম্বন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১১৮ টাকা ৬৮ পয়সা। #bangladesh #news #business #bd #businessmirror #highlights #analysis

More from the same show

Leave a reply

Please enter your comment!
Please enter your name here