এলসি ছাড়া পণ্য আমদানির অনুমতি পেল ভুটান ভুটানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটানকে এলসি ছাড়া ৫৭ হাজার ৬৮৭.৯৫ ডলারের পণ্য দেশটি থেকে বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আমদানিতে শর্ত দেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর অনুমতিপত্রে জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী ভুটানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিকে ঢাকার বনানীতে সেঞ্চুরি ট্রেড সেন্টারে ভুটানি পণ্যের আউটলেটের জন্য এলসি ছাড়া শর্ত অনুযায়ী আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে আমদানি পণ্য শুধু নিজস্ব আউটলেটে বিক্রি করতে হবে। বিধি অনুযায়ী শুল্ক কর পরিষদ করতে হবে। পরবর্তী সময়ে এলসি ছাড়া আমদানি করতে পারবে না। #bangladesh #business #bhutan #export #import #news #garments #contry #letter #of #credit #letterofcredit