কেজিতে ৫ টাকা বেড়েছে আটা-ময়দার দাম বাজারে আটা ও ময়দার দাম নতুন করে আবার বেড়েছে। প্যাকেটজাত আটা ও ময়দার দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বাজারে চাল, ডাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম উচ্চমূল্যে স্থিতিশীল। মাছ ও মাংসের সঙ্গে এবার সবজির দামও চড়া। টিসিবির হিসাবে, গতকাল মঙ্গলবার বাজারে প্যাকেটজাত আটা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬৫ টাকায়। এক সপ্তাহ আগে এই দাম ছিল কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজিতে ৪ দশমিক ৩৫ শতাংশ। তবে টিসিবির হিসাবে খোলা আটার দাম এখনো বাড়েনি। কেজিপ্রতি খোলা আটা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। গত এক সপ্তাহে ময়দার দামও বেড়েছে। গতকাল প্যাকেটজাত প্রতি কেজি ময়দা বিক্রি হয় ৭০ থেকে ৭৫ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল কেজিতে ৬৫ থেকে ৭৫ টাকা। সেই হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। এ সময় খোলা ময়দার সর্বনিম্ন দাম ৬০ থেকে থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। তবে মানভেদে খোলা ময়দা সর্বোচ্চ ৭০ টাকায়ও বিক্রি হচ্ছে। তাতে এক সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম বেড়েছে কেজিতে ৩ দশমিক ৮৫ শতাংশ। #bangladesh #business #news #bd #businessmirror #businessnews #highlights #ata #moyda