ব্যাংকঋণের সর্বোচ্চ সুদের হার বেড়ে ১১ ৮৯ শতাংশ নতুন বছরের প্রথম দিনেই দেশে ব্যাংকঋণের সুদহার বেড়ে ১১ দশমিক ৮৯ শতাংশে উঠেছে। এই হার সদ্য বিদায়ী ২০২৩ সালের শেষে ছিল সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ। #business #bangladesh #news #bd #businessnews #highlights #banking #bangladeshbank