মীর আক্তারের হাতে ৯,২৬৮ কোটি টাকার প্রকল্প ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দেশের একমাত্র নির্মাণ প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের হাতে বর্তমানে ৯ হাজার ২৬৮ কোটি টাকার ৩৩টি প্রকল্প রয়েছে। প্রতিষ্ঠানটির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। #business #bd #bangladesh #news #businessmirror #businessnews #stockexchange #stockmarket #awamileague #unnayan #road #coxbazar #sylhet