২০০৭-২০০৯ সাল ছিল বিশ্ব মহামন্দা। ২০১০ সালের দিকে বিশ্ব মহামন্দা থেকে কিছুটা বেরিয়ে আসে। কিন্তু কোভিডে যেখানে বিশ্বের অনেক দেশের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৩.৪৫ শতাংশ তা ক্রমশ বৃদ্ধিপেয়ে ২০-২১ এ ৬.৯৪ শতাংশ, ২১-২২ এ ৭.১০ শতাংশ এবং চলতি বছর তা দাঁড়াবে প্রায় ৭ শতাংশ। বাংলাদেশের ২৫-২৬ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ এর ওপরে। #bangladesh #bd #analysis #newstatus #newsmax #development #businessnews #businessmirror