৫ হাজার কোটি ডলার ঋণ দিবে চীনের কেন্দ্রীয় ব্যাংক চীনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি চাঙা করতে স্বল্প সুদে সরকারি নীতি বাস্তবায়নকারী ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে। এই প্রক্রিয়ায় গত মাসে পিপলস ব্যাংক অব চায়না ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার ঋণ দিয়েছে। #bangladesh #business #bd #news #businessmirror #businessnews #highlights #dollar #china #loan #house