৩,০১৬ কোটি টাকার বন্ড সারের ভর্তুকি পরিশোধে টাকার অভাবে বিশেষ বন্ড ছেড়ে আপাতত সার কেনার কিছু দেনা পরিশোধ করছে সরকার। প্রথম দফায় গতকাল বৃহস্পতিবার সরকারের সঙ্গে দুই ব্যাংকের মোট ৩ হাজার ১৬ কোটি টাকার বন্ড ছাড়ার বহুপক্ষীয় চুক্তি হয়েছে। #bangladesh #business #news #bond #ificbank #sonalibank #government #bangladeshbank