69 views Dec 16, 2023 #independenceday#bangladesh#bdপৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী অপশক্তি আছে যারা এখনো দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি অথচ তারা এদেশের আলো বাতাসে বড় হচ্ছে, দেশের উন্নয়নের সুফল ভোগ করছে। এই বাংলার মানুষ সন্ধ্যায় কুপি বাতি জ্বালাতে পারত না, শহরেও হারিকেন লণ্ঠনের নিভু নিভু আলো জ্বলত, দেশের মানুষের তিনবেলা আহার জুটত না,পায়ে জুতা ছিল না, কাঠের খড়ম ছিল পায়ে, খোলা পায়খানা ব্যবহার করতো, একটা কাপড় সারা গাঁয়ে হাত বদল হতো, বিয়ে বাড়িতে কলা গাছ পুঁতে গেট সাজাতো। পালকি চড়ে বর যেত বিয়ে বাড়িতে, দোচালা কুঁড়েঘর ছিল, পাটকাঠির বেড়া ছিল, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ছিল না, ছিল না তেমন স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসা। মাইক ছিল না, কলের গান ছিল কতিপয় ঘরে। রেড়িও ছিল দু-তিন পাড়া পরপর। লুমিনা ব্যাটারি দিয়ে চলা রেডিওতে বয়লা ঘুরাতো ঘর্মাক্ত শরীরে, টেলিভিশন তো দূরের কথা, লুঙ্গি গামছা পরে খালি গায়ে ঘুরে বেড়াতো। একসময় তারা গরুর গাড়িতে চড়তো, ছিল না কোনো এমবিবিএস ডাক্তার, কয়েক গ্রাম মিলে একটা হাতুড়ে ডাক্তার ছিল- সফদার ডাক্তার মাথা ভরা টাক তার বলা হতো। শিশু জন্মালেই মা-শিশু মারা যেত ধনুষ্টঙ্কারে। কলেরা, যক্ষ্মা, পেটের অসুখ ছিল তাদের নিত্যসঙ্গী। #bd#business#devlopment#independenceday#bangladesh