সুন্দরবনের দুবলার চরে কোটি টাকার ব্যবসা সুন্দরবনের শেষ সীমায় বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা দুবলার চর বাংলাদেশের জন্য এক হিরকখণ্ড। সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসের জন্য ওই চরে গড়ে ওঠে শুঁটকি পল্লী। #bangladesh #business #news #sundorbon #fish #export #highlight #bd #businessmirror #businessnews #forest