হিন্দি হোক বা দক্ষিণি সিনেমা—সমানতালে অভিনয় করেছে, দেখা গেছে বিজ্ঞাপনচিত্রেও। একসময় সে ছিল ভারতের সবচেয়ে ধনী শিশুশিল্পী। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে। এই অভিনয়শিল্পী আর কেউ নয়, সারা অর্জুন। তার বাবা রাজ অর্জুনও অভিনয়ের মানুষ, দেখা গেছে হিন্দি ও দক্ষিণি সিনেমায়। ডিএনএ জানিয়েছে, সারা এখন সাড়ে ১০ কোটি রুপির বেশি সম্পদের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা। তার বয়স এখন ১৭ বছর। ভারতের শিশুশিল্পীদের মধ্যে এত সম্পদ নেই আর কারও। #highlights #bangladesh #news #businessnews #businessmirror #artist #childartist #analysis #SaraArjun