ফ্লোর প্রাইস’ না তুললে শেয়ারবাজারে গতি আসবে না নির্বাচনের পরপরই ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে দেওয়ার দাবি জানিয়েছেন শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা। তাঁরা বলেছেন, ফ্লোর প্রাইস না তোলা পর্যন্ত শেয়ারবাজার তার স্বাভাবিক ধারায় ফিরবে না। #share #market #sharemarket #sharemarketnews #bangladesh #dse #dhaka #stockexchange