প্রবৃদ্ধিতে টান পড়বে, মূল্যস্ফীতিও কমবে বাংলাদেশের জন্য ২০২৪ সালটি হবে একদিকে সুখবরের, অন্যদিকে খারাপ খবরেরও আশঙ্কা আছে। ভালো খবরটি মূল্যস্ফীতি কমার। আর খারাপ খবরটি হলো, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে যাবে। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। #bangladesh #business #news #bd #businessmirror #businessnews #highlights #dollar #economy