দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৮০০ কোটি ডলারের তহবিল হচ্ছে

দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মিলে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। সবার অর্থায়নে গড়ে উঠবে ‘বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্ল্যাটফর্ম’ (বিসিডিপি) নামের এই তহবিল, যার আকার হবে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। আর তহবিলের অর্থ খরচ হবে সহযোগিতামূলক পদ্ধতিতে। #business #climatechange #bangladesh #imf #fundraiser #ADB

More from the same show

Leave a reply

Please enter your comment!
Please enter your name here