উন্নয়নের মেগাপ্রকল্পে এস আলম গ্রুপ || S. ALAM GROUP

উন্নয়নের মেগাপ্রকল্পে এস আলম গ্রুপ || S. ALAM GROUP

ধারাবাহিক সাফল্যের কারণে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ক্ষুধা, দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগের অভিশাপকে উপেক্ষা করে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। লন্ডন-ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর পূর্বাভাস অনুসারে এটি ২০৩৮ সালের মধ্যে বিশ্বের ২০ তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের অবদান ছাড়া এই অভূতপূর্ব সাফল্য সম্ভব হতো না। গ্রুপটি ১৯৮৫ সাল থেকে ৩৭ বছরেরও বেশি সময় ধরে দেশের বিকাশমান অর্থনীতি মজবুতকরণে কাজ করছে। শিল্পগোষ্ঠীটি তার দীর্ঘ যাত্রায় দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ খাত, আমদানি ও পরিশোধন, স্থাপত্য, বিস্তৃত শিল্প ও অবকাঠামোগত প্রকল্পগুলোতে সম্পৃক্ত রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, স্বাস্থ্য, টেক্সটাইল, আইটি এবং অন্যান্য ব্যবসায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সচল রাখছে দেশের অর্থনীতি। #bankcrisis #money #banking #bangladesh #business #news #desh 24 #banglanews #businessmirror

More from the same show

Leave a reply

Please enter your comment!
Please enter your name here